স্টাফ রিপোর্টার: শনিবার দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক উল হক। সভায় প্রধান অতিথির বক্তব্যে সদ্যযোগদান করা বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম আরও বলেন, থানা পুলিশের কার্যক্রম তদারকি হবে সিসি ক্যামেরার মাধ্যমে। থানার পুলিশ ম্যানেজ বলতে কোন শব্দ থাকবে না। থানায় কোন ভুক্তভোগী ডিজি করতে আসলেও আগে তাকে চা-বিস্কিট খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের নবাগত বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, গায়েবী মামলার কোন সুযোগ নেই। অন্যায়ভাবে পুলিশের মাধ্যমে আর কেউ হয়রানি হবেনা।
তিনি আরো বলেছেন, আমরা অতীত নিয়ে আর পরে থাকতে চাই না। অতীতে পুলিশের যে ব্যবস্থা ছিল, তা পাল্টে দেওয়া হবে। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়।
বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যেকোনো অপরাধ দমনে সবধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, বরিশাল বিভাগকে মাদকমুক্ত, কিশোর গ্যাং, ইভটিজিং বন্ধসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মতবিনিময় সভায় বরিশাল জেলার পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।