খেলাধুলা ডেস্ক : বিশ্ব দাবা অলিম্পিয়াডে হাঙ্গেরির বুদাপেস্টে গত শুক্রবার নবম রাউন্ডে নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। বাংলাদেশ ১-৩ গেম পয়েন্টে হেরেছে। বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে শুধুমাত্র আন্তর্জাতিক মহিলা মাস্টার রানি হামিদই জিতেছেন। বাংলাদেশের দাবার কিংবদন্তি রাণী হামিদ। ৮২ বছর বয়সে তিনি বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
নয় রাউন্ডের মধ্যে তিনি ছয় রাউন্ড খেলেছেন। ছয়টিতেই তিনি জিতেছেন। কাল নবম রাউন্ডে চতুর্থ বোর্ডে খেলেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ। তার আর্জেন্টাইন প্রতিপক্ষ আন্তর্জাতিক মহিলা মাস্টার মারিয়া বেলেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রাণী হামিদ। তিনি অলিম্পিয়াডে নারী বিভাগে চতুর্থ বোর্ডে সেরা হওয়ার লক্ষ্য নিয়েছেন।
ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫ - ১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন। গত শুক্রবার ফাহাদ জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন। কাল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited