অনলাইন ডেস্ক : উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদের ৪ জন কর্মকর্তা ও পুলিশ সুপার মর্যাদার ৬ কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান
প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার আমিনুল ইসলামকে রংপুরের ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত (পুলিশ সুপার) এসএম মো. নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি, নোয়াখালী পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট এসএম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ও সিআইডির ডিআইজি শফিকুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, নীলফামারীর পুলিশ ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল মারুককে নোয়াখালীর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মাহফুজুর রহমানকে কুড়িগ্রামের পুলিশ সুপার, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেয়া হলেও সেটি বাতিল করা হয়েছে।
এছাড়া, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারীর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited