বিনোদন ডেস্ক: ‘তুফানে’র সাফল্যের পর শাকিবের চোখ এখন ‘বরবাদ’-এর দিকে। কেননা এ সিনেমাটিও বড়সড় আয়োজনের। যদিও ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি এখনো। তবে কাজ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে বরবাদ। নতুন তথ্য অনুসারে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমতো রেকর্ড! সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়, বিরাট বাজেটে তৈরি হচ্ছে শাকিবের পরবর্তী সিনেমাটি। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় থাকেন। এ ছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’-এর কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এ ছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। আরো জানা যায়, সিনেমাটিতে শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। নায়িকা নিয়ে শুরুতে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও ইধিকা পালই হতে চলেছেন শাকিবের পর্দাসঙ্গী, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। ‘বরবাদ’ প্রসঙ্গে পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। এ ছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সব কিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।’ জানা যায়, ‘বরবাদ’ সিনেমাটিকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন শাকিব খান। বর্তমানে লোকেশন র্যাকি করতে দেশের বাইরে আছেন নির্মাতা হৃদয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited