অনলাইন ডেস্ক: আমদানিতে শুল্ক কমায় দুই মাস ১৭ দিন পর দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি করছে মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে আলুবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের প্রথম দিন দুইটি ট্রাকে ৪৭ টন আলু আমদানি হয়। বন্দরে প্রতিকেজি দাম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৩ টাকার মধ্যে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কম শুল্কে আজ থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। আলু আমদানি বাড়লে বাজারে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।