আজ সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ঢাকা- খুলনা মহাসড়কের উপর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে প্রসিকিউশন মামলা দাখিল করার সময় চেকপোস্টে একটি মোটরসাইকেল আটক করা হয়। আরোহীদের দেহ তল্লাশী করে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর ০৬ (ছয়) বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
আসামীরা হলেন, ১. সজল মন্ডল (২০), পিতা -সাধন মন্ডল। ২.বলয় টীকাদার (১৮) পিতা-পরিমল টীকাদার । ৩. চয়ন মন্ডল (১৮) পিতা-কমলেশ মন্ডল।
আলামত সমূহ উপস্থিত সাক্ষিদের মোকাবেলায় পুলিশের হেজাফতে দেওয়া হয়। মদ, ও মোটরসাইকেল আসামীদের সহ আটিয়াপাড়া হাইওয়ে থানায় হেফাজতে আছে। উল্লেখিত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।