বর্ষাকালে চুলের সমস্যা পিছু ছাড়ে না। চুল পড়ার কথা আর না-ই বলি। যদি দিনে ১০০টার বেশি চুল না পড়ে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু চুল থেকে যদি বিশ্রী গন্ধ ছাড়ে, তখনই সমস্যা বাড়ে। অনেকেই মনে করেন, ভালো করে শ্যাম্পু করলেই চুল থেকে গন্ধ বেরিয়ে যাবে। কিন্তু তা হয় না। চুল ভিজে অবস্থায় বেঁধে রাখলে, ঘাম হলে চুল থেকে গন্ধ বেরোয়। পাশাপাশি চুলে চিটচিটে ভাব বাড়ে। এই অবস্থায় চুলের হাল ফেরানো নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, তাহলে জেনে নেওয়া যাক।
১) স্ক্যাল্প ও চুল অতিরিক্ত তেল তেলে হয়ে গেলে শ্যাম্পু করতেই হয়। কিন্তু হাতে সময় না থাকলে যেকোনো ট্যালকম পাউডার স্ক্যাল্পে ছড়িয়ে দিন। তবে কয়েক ঘণ্টার জন্য এই টোটকার সাহায্য নিন। বাড়ি ফিরেই শ্যাম্পু করে নিন।
২) বাজারে বিভিন্ন ধরনের হেয়ার মিস্ট পাওয়া যায়। এই ধরনের হেয়ার মিস্ট চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। চুলের তৈলাক্ত ভাব দূর করতেও হেয়ার মিস্ট ব্যবহার করতে পারেন। ‘ওয়াটার-বেস্ড’ মিস্ট ব্যবহার করুন। এতে চুলের স্যাঁতসেঁতে গন্ধ দূর হয়ে যাবে।
৩) হাতের কাছে সহজ সমাধান না পেলে গোলাপ জলের সাহায্য নিন। গোলাপ জল হলো এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বক ও চুলের দেখভাল করে। হেয়ার মিস্টের বদলে আপনি চুল ও স্ক্যাল্পে গোলাপ জল স্প্রে করতে পারেন। এতে চুলের বোঁটকা গন্ধ থেকে মুক্তি পাবেন।
৪) বর্ষাকালে ঘরের দুর্গন্ধ দূর করতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। এই একই টোটকা কাজে লাগাতে পারেন চুলের পরিচর্যাতেও। ১০০ মিলিলিটার পানিতে কয়েক ফোঁটা পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই পানি চুলে স্প্রে করুন। ৫) বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই চুল শুকনা হতেও সময় নেই বেশি। আর সেই ভয়েই নিয়মিত শ্যাম্পু করেন না অনেকে। চুলের দুর্গন্ধ ও তৈলাক্ত ভাব দূর করতে হলে শ্যাম্পু করতেই হবে। এ ক্ষেত্রে আপনি ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে দেখতে পারেন। দুর্গন্ধ ও তেল তেলে ভাব কেটে যাবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited