ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বৃহস্পতিবার মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত ওই বাংলাদেশির নাম রবিউল ইসলাম রবিন। তিনি শেরপুর জেলার বাসিন্দা। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।
সংবাদমাধ্যমটি বলছে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গত ১০ অক্টোবর মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় শেরপুর জেলার বাসিন্দা এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে।