ভারতের বিপক্ষে হতাশাজনক সিরিজ শেষ করে দিন দুয়েক আগেই দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ। এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের। আগামী ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল নিয়ে অবশ্য নির্বাচকদের কিছুটা কালক্ষেপণ করতেই হচ্ছে। কেননা সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলের টপ অর্ডার ব্যাটাররা। সেক্ষেত্রে আসন্ন সিরিজে নতুন করে কাউকে সুযোগ দেওয়া হবে কি না সেটা নিয়েও হয়তো থাকবে আলোচনা।
এদিকে, আলোচনায় আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। সর্বশেষ ভারতের সিরিজের মাঝপথেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। যদিও তার দেশে ফেরার বিরোধিতায় সরব একটি পক্ষ।