ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে ভালো সুযোগ ছিল নিজেকে আরেকবার প্রমাণ করার। তবে পারলেন না পর্তুগিজ তারকা। পারলো না পর্তুগালও। নেশন্স লিগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। আসরে প্রথম দেখায় স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগিজরা। সেদিনের রোমাঞ্চকর লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়েছিল তারা। সেই জয়ে শেষ দিকে জয়সূচক গোলটি করেছিলেন রোনালদো। কিন্তু ফিরতি লেগে রোনালদোকে ভালোভাবেই আটকে দিলো স্কটিশদের জমাট রক্ষণ। ম্যাচের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণের দেখা মেলে। বিরতির আগে একটা ভালো সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে ভিতিনিয়ার পাস বক্সের মুখে পেয়ে উড়িয়ে মারেন রোনালদো। জাতীয় দলের হয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পাওয়া এবং আন্তর্জাতিক ফুটবলে ১৩৩টি গোল করা তারকা এবারও বেশ কয়েকটি সুযোগ পান, কিন্তু এ যাত্রায় তিনি পারেননি দলকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দিতে। এই ম্যাচে ড্র করলেও কোয়ার্টার-ফাইনালে ওঠার দোরগোড়ায় পৌঁছে গেছে পর্তুগাল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ক্রোয়েশিয়া। তলানিতে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ১।