মাসুমা রহমান নাবিলা। অভিনয়, উপস্থাপনা, মডেলিংয়ে বছরজুড়েই ব্যস্ত সময় কাটে তাঁর। মাঝে সিনেমার কাজেই বেশি মনোযোগী ছিলেন তিনি। এ কারণে উপস্থাপনায় একেবারেই দেখা যায়নি এ অভিনেত্রীকে। আবারও নতুন অনুষ্ঠান নিয়ে ফিরতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। ‘রাঁধুনী রান্নাঘর, বাংলাদেশের সেরা ১০০ রেসিপি’। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে অনুষ্ঠানের দৃশ্যধারণ শেষ হয়েছে বলে জানিয়েছেন নাবিলা। অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘‘বেশ বিরতির পর ‘রাঁধুনী রান্নাঘর, বাংলাদেশের সেরা ১০০ রেসিপি’ অনুষ্ঠান দিয়ে উপস্থাপনায় ফিরতে পেরে ভালোই লাগছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনেক ধরনের অনুষ্ঠান প্রচার হচ্ছে। নানা অনুষ্ঠানের ভিড়ে এর আইডিয়া ব্যতিক্রম। পাকা ১০০ রাঁধুনীর রেসিপি দিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। শিগগিরই মাছারাঙা টেলিভিশনে এর প্রচার হবে। আশা করছি দর্শকের অনুষ্ঠানটি পছন্দ হবে।’’ এদিকে নাবিলার সর্বশেষ অভিনীত সিনেমা ‘তুফান’ মুক্তি পেয়েছে গত ঈদুল আজহায়। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় তাঁর অভিনীত ‘জুলি’ চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছে। শাকিব খানের সঙ্গে তাঁর নতুন রসায়নও দর্শক গ্রহণ করেছেন। তাদের খুনসুটি, ঝগড়া, অভিমান-অনুযোগ, প্রেমের দৃশ্যগুলো দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। এর আগে তিনি শেষ করেছেন মাসুদ হাসান উজ্জ্বলের অনুদানের সিনেমা ‘বনলতা সেন’-এর কাজ। একেবারে নীরবেই সিনেমার দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। আট মাসে শেষ হয়েছে এর কাজ। সিনেমার বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলতে নারাজ নাবিলা। নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ক্যারিয়ারের শুরু থেকে বেশ বাচবিচার করে সিনেমার কাজে হাত দিয়েছি। ক্যারিয়ারে তৃতীয় সিনেমা ‘বনলতা সেন’-এর গল্প অসাধারণ। দর্শক এই সময়ে যে ধরনের গল্প পছন্দ করেন এটি তেমনই। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নির্মাণ অসাধারণ। বেশ যত্ন নিয়ে কাজটি শেষ করেছেন তিনি। আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় কাজটি দেখুক। গল্প ও চরিত্র মিলে সিনেমাটি দর্শকের ভালো লাগবে- এ আশা করাই যায়। এ অভিনেত্রী আরও বলেন, যে কোনো কাজই চ্যালেঞ্জ নিয়ে করতে ভালো লাগে। ‘বনলতা সেন’ সিনেমার কাজে অনেক কষ্ট স্বীকার করেছি। শরীরের ওজনও কমাতে হয়েছে। এজন্য অনেক কাজ থেকে বিরত থেকেছি। দর্শক সিনেমাটি গ্রহণ করলে আমার কষ্ট সার্থক হবে। উপস্থাপনা দিয়ে তারকাখ্যাতি পাওয়া নাবিলার অভিনয়ে অভিষেক হয় অমিতাভ রেজা চৌধুরীর ব্যবসা-সফল চলচ্চিত্র ‘আয়নাবাজি’ দিয়ে। প্রথম অভিনয় দিয়েই নিজের জায়গা করে নেন এ তারকা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ ছবিতে নাবিলা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। মডেলিংয়েও দ্যুতি ছড়িয়েছেন তিনি।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited