নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় আসামির ছুরির আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন কামরুজ্জামান (৩০)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব বলেন, ঘটনাস্থলে আসামি বাবুকে (২২) ধরতে গেলে বাবু ওই পুলিশ সদস্যের ডান কব্জিতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited