দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে প্রতিদান দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে দলের স্পিন বোলাররা বেশ সফল ছিলেন। সেখানে ভালো করেছিলেন স্পিনার নাঈম হাসান। এবার নিজ শহর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। যেখানে ভালো করার কথা জানালেন নাঈম।বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ রোববার নাঈম বলেন, ‘অবশ্যই নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে। আগেও খেলেছি, আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারের দুটা ফাইফার এখানে। এখানে সুযোগ পেলে নিজের শতভাগে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার মনে হয় মিরপুরে যে উইকেট ছিল এখানে ভিন্ন উইকেট থাকবে। আমাদের স্পিনাররা তো আল্লাহর রহমতে খুব ভালো শেপে আছে- তাইজুল ভাই, মিরাজ ভাই... ইনশাআল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে।’
জহুর আহমেদের মাঠ নিয়ে নাঈম বলেন, 'আলহামদুলিল্লাহ সর্বশেষ ম্যাচ যখন খেলেছি এ মাঠে ৬ উইকেট পেয়েছি। কিন্তু এখন চেষ্টা করছি, প্রস্তুতি ভালো হচ্ছে আমাদের। চেষ্টা করছি নিজের শতভাগ দেওয়ার জন্য। মাঠে যা যা দরকার ওগুলোর প্রস্তুতি নিচ্ছি, সর্বশেষ ম্যাচে যে ভুলগুলো হইছে ওগুলো নিয়ে কাজ করছি যেন সামনে আর না হয়।’উইকেট বাংলাদেশের পক্ষে থাকবে বিশ্বাস নাঈমের, ‘উইকেট আমি দেখিনি, উইকেটটা যদি স্পিন ফ্রেন্ডলি হয়, তাহলে তো স্পিন হবে। আমাদের এ মাঠে একটু স্লো স্পিন হয়, যেটা আমাদের জন্য ভালো। কারণ, ওরা তো মিরপুরে অনেক আস্তে বোলিং করেছে, আমাদের স্পিনাররা তো ৯০ এর ওপর বোলিং করে। ঐ হিসেবে আমাদের জন্য ভালো।’দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। ঘরের মাঠে সিরিজ বাঁচাতে এবার চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে চোখ বাংলাদেশ দলের। বাংলাদেশ দলের লাকি গ্রাউন্ড নামে পরিচিত জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার মাঠে নামবে দুই দল।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited