বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১ নম্বর সতর্ক সংকেত নদীবন্দর সমূহের জন্য শাল্লায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হুমকি দিলেন গৌতম গম্ভীর ইংল্যান্ডের মাঠকর্মীদের পদ্মা নদী গর্ভে বিলীন হলো ৭০টি বাড়ি, ঝুঁকির মুখে শতাধিক বাড়ি সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে নতুন ফিচার আনলো গুগল ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান শাল্লায় এক যুবকের আত্নহত্যা কুড়িগ্রামে শেষ হলো পাঁচদিনব্যাপী ‘পদ্মপুরাণ-ভাসান গান উৎসব’
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

প্রায়ই গোলাপ ফুল রেখে যায়, বুঝি সে মানুষটিই দিয়েছে : শাবনূর

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত হয়েছে

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। নব্বই দশকের এক সোনালি সময়ে রুপালি পর্দায় পা রাখেন তিনি। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেল তিন দশকেরও বেশি সময়। নিজের গ্ল্যামারের একটুও বিচ্যুতি ঘটেনি নায়িকার; পর্দায় এখনও নিজেকে রাঙিয়ে তুলছেন নতুনের মতো করেই।
সম্প্রতিই রঙ্গনা নামের একটি ছবির শ্যুটিং শেষ করেছেন নায়িকা। এরপর চলে যান সিডনিতে। সেখানে সন্তানদের নিয়ে থিতু হয়েছেন শাবনূর। তবে দেশেও পা রাখেন নিয়মিত। শোনা যাচ্ছে, দেশে ফিরলেই রঙ্গনার বাকি কাজ শেষ করবেন তিনি।

এই মুহূর্তে সিডনিতেই অবস্থান করছেন শাবনূর। সেখান থেকে সামাজিক মাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভাগাভাগি করে নে নব্বই দশকের এই গ্ল্যামার কুইন। তবে বেশ কিছুদিন ধরে নায়িকাকে ফুল নিয়ে ফটোশ্যুট করতে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ফুল নিয়ে শাবনূরকে নিয়মিত পোস্ট দিতে দেখা গেলেও এই ফুল নিয়ে এক অদ্ভুত ঘটনা রয়েছে নায়িকার জীবনে। এক ব্যক্তি শাবনূরের বাসার সামনে নিয়মিত গোলাপ ফুল রেখে যান! গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সে গল্প তুলতেই খানিকটা রহস্যই রেখে দিলেন নায়িকা।শাবনূরের কথায়, ‘পাঁচ বছর ধরে প্রায় দিনই একটি ছেলে বাসার সামনে গোলাপ ফুল রেখে যাচ্ছে। যখনই সে আমার বাসার এদিক দিয়ে যায়, গোলাপ ফুল রেখে যায়, দরজার কাছে। এটি আমার খুব ভালো লাগে। প্রায় দিনই বাসার গেট খুললেই দেখতে পাই বাইরে গোলাপ ফুল রাখা। তখন বুঝি, সেই মানুষটি দিয়েছে। সেই গোলাপের পাপড়ি ছিঁড়ে পানিতে রাখি, এত বছরে আমাকে যত গোলাপ দিয়েছে, সব পাপড়ি আমি বোতলে ভরে রেখে দিয়েছি।’

তবে সেই অজ্ঞাত ব্যক্তিকে শাবনূর চেনেন বলেও জানান। রহস্যটা এখানেই রেখেছেন যে, শাবনূর সেই গোলাপ ফুল রেখে যাওয়া মানুষটির বিস্তর কিছু প্রকাশ করলেন না। বললেন, ‘সে আমার মারাত্মক লেভেলের ভক্ত, এখন অনেক পরিচিত আমরা। নামটা বলতে চাই না।’

 

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ