খেলাধুলা ডেস্ক : নেপালে ২০২৪ সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। এর তাদেরকে এক কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও বিশ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়।
সাফজয়ী দলকে রাষ্ট্রীয় অতিথি ভবনে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাক ড. মুহাম্মদ ইউনূস। সেসব তিনি ফুটবলারদের নানা অসুবিধার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এবার ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে সাফজয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করলো।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited