বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে শিবচরে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০ জননেতা নাছির উদ্দীন চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত ২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫ লাখ টাকার মোবাইল জব্দ সমাজ ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

রাণীনগরে আতব ধানে ব্লাস্টের আক্রমণ ॥ ক্ষতিতে কৃষকরা

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর চলতি আমন মৌসুমে আতব ধানের শীষ ব্যাপকহারে মরে যাচ্ছে। ব্লাষ্ট রোগ আক্রমণ হয়ে ধানের শীষ মরে যাওয়ায় ফলন অর্ধেকেরও কমে নেমে এসেছে। কৃষকরা বলছেন, যেখনে প্রতি বছর বিঘাপ্রতি ১২ থেকে ১৬ মণ হারে ফলন হয়েছে সেখানে এবছর মাত্র ৬ থেকে ৮ মণ হারে ফলন হচ্ছে। তবে কৃষি কর্মকর্তা বলছেন, একই জাতের ধান বার বার চাষ করলে ওই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

তাই ভাল ফলন পেতে ধানের জাত পরিবর্তনের পরামর্শ দিয়েছেন কৃষকদের। রাণীনগর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলা জুড়ে ১৮ হাজার ৪৫০ হেক্টর জমিতে ধানের চাষ করছেন কৃষকরা। এর মধ্যে ধানী গোল্ড, বিনা-১৭, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৯০, স্বর্ণা এবং আতব ও চিনি আতব ধান চাষ করছেন কৃষকরা। অফিসের তথ্য মতে কৃষকরা ব্রি-৩৪ জাতের আতব ধান চাষ করেছেন প্রায় ৭ হাজার ৫৪০ হেক্টর এবং চিনি আতব ধান চাষ করেছেন ১৩৩ হেক্টর জমিতে। কৃষকরা বলছেন, ধান রোপণের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ধান গাছ বেশ ভালো হয়েছিল।

ধানের শীষ বড় হবার পর থেকেই শীষ মরা রোগ দেখা দেয়। শীষ মরা প্রতিরোধে বিভিন্ন কোম্পানীর ওষুধ ছিটিয়েও কোন ফল হয়নি। তাদের ভাষ্যমতে চাষকৃত আতব ধান সব চাইতে বেশি মরেছে। তবে অন্যান্য জাতের ধানের শীষ তুলনামূলকভাবে কম মরেছে। কৃষকরা বলছেন, ব্যাপক হারে ধানের শীষ মরে যাওয়ায় প্রতি বছরের গড় ফলন অর্ধেকেরও কম হয়েছে এবার। এতে চরমভাবে লোকসানে পড়েছেন কৃষকরা।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ