অনলাইন ডেস্ক : সিরিয়ার সেদনায়া কারাগারে বর্বরতার আরেক ইতিহাস যেন রচিত হয়েছে। প্রতিটি সেলে বন্দি করে রাখা হয়েছে নারীদের। কুখ্যাত বন্দিশালার এই অংশে এসে বিস্ময়ের চরমে বিদ্রোহীরা। শত শত বন্দি নারীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। অনেক নারী বন্দিই যেন বিশ্বাস করতে পারছিলেন না বন্দিদশা থেকে মুক্তির ঘটনা।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে, সেদনায়াসহ এসব কারাগারে ১০ বছরের বেশি সময় ধরে বন্দি থাকা নারীদেরও পাওয়া গেছে। এমনকি কিশোরী অবস্থায় আটকের পর বন্দি করা হয়েছে অনেকেকেই।
বন্দি নারীদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালাতো আসাদ সেনারা। বিদ্রোহীরা এসব নারী বন্দিদের মুক্তি দেয়ার সময় অনেক শিশুকেও দেখা যায়। পিতৃ-পরিচয়হীন এসব শিশু জন্মের পর থেকেই বন্দি জীবন পার করে আসছিল মায়ের সাথেই।
কারাবন্দি এসব নারীদের ছিল না কোনো নাম। কয়েদি নাম্বার ধরেই ডাকা হতো তাদের।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দি থাকা ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ মুক্তি পেয়েছেন।