সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম জিয়ার উপদেষ্টা সুকোমল বড়ুয়ার সাথে ফুলবাড়ীতে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত ইসলামপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’ শুটিংয়ে আপত্তিকর আলোচনা, নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা অভিনেত্রীর সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত আয়করের ভীতি : সঠিক তথ্য পেতে হিমশিম অর্থনৈতিক শুমারির মাঠকর্মীদের চারঘাটের কৃষি উদ্যোক্তা হানিফ মাল্টা ও বেদেনা চাষে সফল, তৈরি করতে চান এগ্রোপার্ক বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি

  • আপডেট এর সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক: পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর সংবাদপাঠিকা। শেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, এরই মধ্যে পার করেছেন আট বছর। এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। কোনোটিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় আসছেন তিনি।

ছবির নাম ‘পিনিক’, পরিচালক জাহিদ জুয়েল। আজ রোববার ছবিটির মারপিটের দৃশ্যের শুটিং। ঢাকার পাশেই আজ দিনব্যাপী শুটিংয়ে অংশ নেবেন বুবলী। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’

কক্সবাজার ও রামুতে নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং শুরু হয়। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবলীর সহশিল্পী আদর আজাদ। এর আগে তাঁরা দুজন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি ছবির শুটিং করেছেন।

বুবলী অভিনীত সর্বশেষ ছবি ‘রিভেঞ্জ’। এই ছবি সেভাবে আলোচনায় না এলেও তাঁর আগে মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের জন্য প্রশংসিত হন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন অনেক সতর্ক, বেছে বেছে কাজ করছেন। মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি। সে ধারাবাহিকতায় ‘পিনিক’ ছবির গল্পে চুক্তিবদ্ধ হন। এর আগে তিনি শেষ করেছেন ‘জংলী’ নামের একটি ছবির, যা নিয়েও তিনি বেশ আশাবাদী।

২২ ডিসেম্বর ছবির বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। ‘পিনিক’ ছবির পরিচালক জাহিদ জুয়েল এর আগে নাটক ও বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন। এটি হতে যাচ্ছে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। পরিচালক জানালেন, সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ