রাজশাহী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় চারঘাটেও ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে এই দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার অঙ্গসংগঠন নেতাকর্মী নিয়ে বিশাল একটি বর্নাঢ্য র্যালি বের করে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মর্তুজা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত রাজশাহী-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হক,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মিনহাজুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সুফেল রানাসহ উপজেলার সকল ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যায় ব্যাক্ত করেন।