ফজলে রাব্বী : নাটোরের সিংড়ায় জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
‘প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যে বিষয়কে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ১০টায় এ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জি. মো: রবিউল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এম রাজু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান, প্রশাসনিক কর্মকর্তা আসাদ মোল্লা প্রমূখ।