অনলাইন ডেস্ক: আর মাত্র কয়েক দিন পর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। চলতি মাসের শেষ সপ্তাহে পর্দা উঠবে জমজমাট আসরটি। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রতিবারই দল তৈরিতে বেশ চমক দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না বরিশাল। ডেভিড মিলারের পর এবার বরিশালের জার্সিতে দেখা যাবে পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহীন আফ্রিদিকে। যা বরিশালের ভক্তদের জন্য বড় চমক বটে।
বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে আফ্রিদিকে দলে নেওয়ার বিষয়টি জানায় বরিশাল কৃর্তপক্ষ। অবশ্য বিপিএলের শুরু থেকে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আছে পাকিস্তানের। তাই জাতীয় দলের ব্যস্ততা থাকায় শুরু থেকে খেলার সম্ভাবনা কম এই ক্রিকেটারের।
সেই হিসেবে টেস্ট সিরিজের দলে থাকলে শাহিনকে ৭ জানুয়ারির পরে বিপিএলে পাওয়া যাবে। পিসিবির ছাড়পত্র পাওয়ার পরই শাহীনকে দলে ভেড়ায় বরিশাল। এবারের বিপিএলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। এরা হলেন শাহীন শাহ আফ্রিদি, জাহানদাদ খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, হায়দার আলী এবং উসমান খান।
তাদের মধ্যে বিপিএলের প্রথম দিন থেকে থাকবেন ফাহিম, নাওয়াজ, হায়দার, আফ্রিদি এবং উসমান খান। এই পাঁচ ক্রিকেটারের মধ্যে কেবল ফাহিম, নাওয়াজ এবং হায়দারকেই শেষ পর্যন্ত বিপিএল খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জানা গেছে, আফ্রিদিকে খুব বেশি দিনের জন্য খেলার অনুমতি দেওয়া হয়নি। তিনি অনাপত্তিপত্র পেয়েছেন ১৫ জানুয়ারি পর্যন্ত। উসমান খানকেও পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। তিনি খেলবেন ২৫ জানুয়ারি পর্যন্ত। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে আফ্রিদি ছাড়াও খেলবেন জাহানদাদ ও ফাহিম।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited