সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম জিয়ার উপদেষ্টা সুকোমল বড়ুয়ার সাথে ফুলবাড়ীতে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত ইসলামপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’ শুটিংয়ে আপত্তিকর আলোচনা, নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা অভিনেত্রীর সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত আয়করের ভীতি : সঠিক তথ্য পেতে হিমশিম অর্থনৈতিক শুমারির মাঠকর্মীদের চারঘাটের কৃষি উদ্যোক্তা হানিফ মাল্টা ও বেদেনা চাষে সফল, তৈরি করতে চান এগ্রোপার্ক বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

কলাপাড়ায় সীমানার বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬

  • আপডেট এর সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪ বার পঠিত হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় বাড়ির সীমানায় বেড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. সাইফুল ইসলাম (৩০), মো. আলামিন (১৮), মো. এমদাদুল হক (৪২) কলাপাড়া হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করেন। হাফেজ মো. শাজাহান (৫৫), মোসা: নাসিমা বেগম (৪৫),  মাইনুদ্দিন (২০) নামের আহত অপর ব্যক্তিকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান,শাহজাহান মিয়া ও এমদাদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। শুক্রবার সকালের দিকে সীমানায় এমদাদুল হকের বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

আহত শাহজাহান বলেন, শুক্রবার সকালের দিকে এমদাদুল তার স্ত্রী জুই, শালা আলামিন আমার বাড়ির সীমানায় প্রবেশ করে বেড়া দিতে আসে, তখন আমার ছেলে সাইফুল সীমানা বেড়া দিতে বাধা দেওয়ায় তাকে লাঠি দিয়ে পিটাতে থাকে। একপর্যায়ে  মাথার উপর লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। আমি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। এসময় হাসপাতালের ভিতরেই ইমদাদুলের লোকজন আমাকে আমার স্ত্রী নাসিমাকে মারধর করে।

এবিষয়ে আহত আলামিন জানান, আমি দুলাভাইয়ের এমদাদুল আমাদের বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সাইফুল ও তার বাবা একসাথে আমাদের উপরে হামলা চালায় এতে আমার ও দুলাভাই এমদাদুল হকের মাথা ফেটে যায়। হাসপাতালে কোন মারামারির ঘটনা ঘটনা ঘটেনি।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ