জামালপুর সংবাদদাতা: বিজয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে জামালপুরের মেলান্দহে মুক্তিযুদ্ধে আঞ্চলিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা ও স্বাধীনতা কবিতা পাঠের আসর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদ যৌথভাবে এর আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল এতে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন-সশস্ত্র যোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক জাহাঙ্গীর আলম বাবু। বিশেষ আলোচক ছিলেন-৭১’র গেরিলা আবুল হোসেন, ৭১’এ মাহমুদপুর সম্মুখ যোদ্ধা মজনু মিয়া মিলিটারি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মেলান্দহ বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক মিজানুর রহমান তালুকদার, পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার কবি মিজানুর রহমান বিপ্লব, সাতক্ষিরা সরকারি কলেজের অধ্যাপক নাজমুল হোসাইন রনি, মেলান্দহ শিক্ষক ঐকজোটের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নবী, কালচারাল ইউনিটির সভাপতি-বেতার বিটিভির শিল্পী বাউল বিপ্লব মন্ডল, সাধারণ সম্পাদক-রবীন্দ্র সঙ্গীত শিল্পী আমিনুল ইসলাম মিলিটারি, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ মিলিটারি, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ফজলুল করিম (খবরপত্র), সাধারণ সম্পাদক শেখ ফরিদ (বাংলাদেশ প্রতিদিন), কবি আরিফুল ইসলাম লাভলু, কবি আব্দুল কাদের, কবি মিজানুর রহমান মজনু, সোনার বাংলা কম্পিউটারের পরিচালক হাতেম আলী ও সাবেক ছাত্র নেতা আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে স্থানীয় কবিরা স্বরচিত স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited