গাজীপুর প্রতনিধি: শ্রমিক নেতা মিজানুর রহমান মন্ডলের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিজানুর রহমান মন্ডল শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি এবং তার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমার রাজনৈতিক বয়স হলো ২৫ বছর। রাজনৈতিক জীবনে ৩৩ মামলা হয়েছে। আর জেলে গেছি ৪ বার।
তিনি বলেন, আওয়ামিলীগ নেতা বাদল মন্ডল দীর্ঘ দিন আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত। ক্ষমাতাসীন আওয়ামীলীগের পতনের পর বিএনপিতে আসতে বেপরোয়া হয়ে গেছে।
বিগত আওয়ামীলীগ রাজনীতির বছরগুলোতে সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের কর্মী হয়ে মাঠ কাঁপিয়েছেন বাদল মন্ডল। চাঁদাবাজি সহ - জমি দখল সবকিছুই তিনি করেছেন। বিএনপি'র নেতাকর্মীদের উপর বিভিন্ন মামলা হামলা অত্যাচর করেছেন বাদল মন্ডল।
সংবাদ সম্মেলনে তিনি করেন, গত ১৫ বছর বাড়িতে ঘুমাইতে পারিনি। বাদল মন্ডল কে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। দলের সকল সিনিয়র নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুবিচারের দাবী করেন মিজানুর রহমান মন্ডল।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited