নিজেস্ব প্রতিনিধি: ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত তাবলিগ জামাতের ওপর সাদপন্থীরা পরিকল্পিত হামলা করেছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি বলেছে, এ হামলার ঘটনাকে সংবাদমাধ্যমে ‘দুই পক্ষের সংঘর্ষ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার প্রতিবাদ জানাচ্ছে তারা। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ কথাগুলো বলেছেন।
হেফাজতে ইসলামের বিবৃতিতে বলা হয়, ‘টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জত পড়ছিলেন এবং অনেকেই ঘুমন্ত ছিলেন, তখন আওয়ামী লীগের দোসর সাদপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে চারজনকে শহীদ করেছে। অসংখ্য সাথি ভাইদের আহত করেছে।’
হামলায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন হেফাজতের নেতারা। সংগঠনটি বলেছে, একই সঙ্গে তাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
ওই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। বিবৃতিতে তাঁরা বলেন, ‘বিতর্কিত ভারতীয় আলেম মাওলানা সাদের অনুসারী দাবি করে তাবলিগে বিভাজনের ষড়যন্ত্রে মেতে উঠেছে দ্বীনের মুখোশধারী একদল চিহ্নিত আওয়ামী দোসর। ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই সাদপন্থীরা আওয়ামী লীগের তাঁবেদারি করে শুধু তাবলিগে বিভাজন নয়, আলেম-ওলামার বিরুদ্ধেও বিদ্বেষমূলক প্রপাগান্ডা চালিয়েছে।’