মো. হারুন-উর-রশীদ : আসছে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে দিনাজপুরের বিভিন্ন উপজেলার আদিবাসী পল্লী পদির্শন ও আদিবাসীদের সাথে মতবিনিময়ে এসে আজ রোববার সকাল ১১টায় দিনাজপুরর ফুলবাড়ী জেলা পরিষদ ডাকবাংলায় উপজেলা বিএনপি‘র নেতাকর্মীদের সাথে মতবিনিমিয় করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফারেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. স সুকোমল বড়ুয়া।
এসময় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, হাজী দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নওশের ওয়ানসহ উপজেলা বিএনপির সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফারেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সুকোমল বড়–য়া বলেন, আমরা হিন্দু বৌদ্ধ, খৃষ্টান সম্প্রদায় আমাদের দেশে কোন শান্তি প্রিয়ভাবে বসবাস করে আসছি। কিছু ভারতীয় মিডিয়ার আমাদের দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। আমরা এসব অপপ্রচারের বিরুদ্ধে। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে ধয্য ধারন করি এবং দলের হাত কে শক্তি শালি করে গড়ে তুলি। প্রতিহিংসা ও সন্ত্রাসের বিরেুদ্ধে ঐক্যবদ্ধ হই। এতে আমাদের দলের পাশাপাশি দেশের জনগন উপকৃত হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited