অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প বলেছেন, বিদায়ী মার্কিন সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার বিবেচনা থেকে তিনি তাঁর নাম সরিয়ে নিয়েছেন।
রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব পালনের জন্য বেছে নিয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
সেদিন ফ্লোরিডার সিনেটরের পদ থেকে রুবিও পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে। সিনেটর পদে রুবিওর স্থলে কাউকে বেছে নেবেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস।
এ বিষয়ে জল্পনা ছিল যে সিনেটর পদে রুবিওর স্থলাভিষিক্ত হবেন লারা ট্রাম্প।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির কো-চেয়ারের দায়িত্ব পালন করেন লারা ট্রাম্প।
কিন্তু গতকাল শনিবার লারা ট্রাম্প এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে বলেন, অনেক চিন্তাভাবনা ও অনেকের কাছ থেকে উত্সাহ পাওয়ার পর তিনি রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার বিবেচনা থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
লারা ট্রাম্প বলেন, নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির কো-চেয়ার হিসেবে কাজ করার চেয়ে বেশি সম্মানিত তিনি হতে পারতেন না। দেশের জনগণ তাঁর প্রতি যে অবিশ্বাস্য সমর্থন দেখিয়েছেন, তাতে তিনি সত্যিই বিনয়ী।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited