কলাপাড়া (পটুয়াখপালী) প্রতিনিধি: কলাপাড়ায় কারিতাস বাংলাদেশ এর ‘ব্রিজ প্রকল্প’ বিষয়ক পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সম্রাট সেরাও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. অব্বাস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। ‘ব্রিজ প্রকল্প’ বিষয়ক পরিচিতি ও অবহিতকরণ সভায় সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ গনমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রীজ প্রকল্প উপজেলা কো-অর্ডিনেটর জেমস রাজীব বিশ্বাস।
সভায় ব্রিজ প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকল্পের মিল অফিসার শাহরিয়ার হাসান।
কারিতাস সূত্রে জানা গেছে, ‘ব্রিজ বিল্ডিং রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুশন ইন ডিজাস্টার গভর্নেন্স অ্যান্ড ইমার্জেন্সি-বাংলাদেশ” প্রকল্পের দাতা সংস্থা ইউএসএআইডিএর আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের দুটি জেলার চারটি উপজেলায় এ প্রকল্প কাজ শুরু করেছে।