সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

সেভিয়াকে হারিয়ে বার্সাকে হটিয়ে দিলো রিয়াল

  • আপডেট এর সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত হয়েছে

খেলাধুলা ডেস্ক : গতকাল রোববার লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলে বার্সেলোনাকে টপকে গেছে রিয়াল। তাদের উপরে আছে কেবল অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৮ ম্যাচে রিয়ালে পয়েন্ট ৪০। ১৯ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। আর শীর্ষে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ১৮ ম্যাচে ৪০। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল।

পজেশন ধরে রেখে দশম মিনিটে লিড নেয় স্বাগতিকরা। রদ্রিগোর পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে। ১৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে ডান দিক থেকে লুকাস ভাসকেজের পাস থেকে বল পেয়ে উড়িয়ে মারেন বিশ্বকাপজয়ী তারকা। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ৩০ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে বল জালে পাঠান উরুগুয়ের তারকা। ৩৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। এই গোলেও অ্যাসিস্ট ভাসকেজের। তার পাস ধরে বক্সে বল নিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। পরের মিনিটেই গোল শোধ করে সেভিয়া।

৩-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। ৫৩ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ব্রাহিম দিয়াজ। ভাসকেজের পাস পেয়ে এমবাপ্পে বল বাড়ান ব্রাহিমকে। গোলরক্ষককে কাছ থেকে পরাস্ত করেন ব্রাহিম। ম্যাচের বাকি সময়েও একের পর এক আক্রমণ করে গিয়েছে রিয়াল। তবে তাতে গোল আসেনি। উল্টো ৮৫ মিনিটে সেভিয়ার হয়ে ব্যবধান কমান লুকবাকিও।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ