নিজস্ব প্রতিনিধি: র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা হতে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর হয়ে মাগুরা জেলার দিকে যাচ্ছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল অদ্য ২৪ ডিসেম্বর ২০২৪ * তারিখ *রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ১২ (বারো) কেজি গাঁজাসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম।
হৃদয় দে (২১), পিতা-শৈলান দে, সাং-ধনেশ্বরগাদী, থানা- শালিকা, জেলা- মাগুরা,২। মোঃ রনি (২০), পিতা- মৃত নুর ইসলাম, সাং-আঠারোখাদা, শান্তিপাড়া, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মাগুরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।