নিজস্ব প্রতিনিধি: বড়দিন উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।
২০২৪ সালের ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হবে। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৮ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৪ রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বড়দিন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited