খেলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমের খেলা শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। তবে তার আগেই উৎসবের আমেজে ভাসল দেশের ক্রিকেটপ্রেমী মানুষ। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিউজিক ফেস্টের মাধ্যমে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নতুন বাংলাদেশে নতুন বিপিএলের আশাবাদ ব্যক্ত করেন তিনি। ‘বিপিএল টি২০ মিউজিক ফেস্ট’ নামের বর্ণিল এই কনসার্টে গান পরিবেশন করেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তার দল। ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, অ্যাভোয়েড রাফাসহ অনেকেই। মঞ্চে দেশের তারকা শিল্পীদের অনেকেই পারফর্ম করে দর্শক মাতিয়ে রাখেন।
উদ্বোধনী বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমরা এমন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যা দীর্ঘ লড়াইয়ের ফসল। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি সেক্টরে সংস্কার চলছে। বিপিএলকেও আধুনিক এবং দর্শকপ্রিয় করার লক্ষ্যে নতুনভাবে সাজানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এবারের বিপিএলে থিম সং ও মাসকটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি এ ব্যাপারে অনেক কাজ করেছে। এ আয়োজন সফল করার জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাই।
প্রধান উপদেষ্টাও সরাসরি এ উদ্যোগে যুক্ত ছিলেন। আশা করি, এবারের বিপিএল নতুন বাংলাদেশের এক নতুন অধ্যায় হিসেবে সবার কাছে উপভোগ্য হবে।’ মঞ্চে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আজ মিউজিক ফেস্টের মাধ্যমে আমাদের বিপিএলের উৎসব শুরু হলো। এবারের আসরকে আকর্ষণীয় করতে আমরা অনেক কিছু করেছি। থিম সং ও গ্রাফিতি উন্মোচনসহ নানা আয়োজন করেছি। আশা করি, প্রতিটি দল সেরা পারফরম্যান্স দিয়ে দর্শকদের মনোরঞ্জন করবে।’
বিসিবির এই বিশেষ আয়োজন ঘিরে কয়েক দিন ধরে নতুন রূপে সাজে হোম অব ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়াম এলাকা।। মিরপুরের পর চট্টগ্রাম ও সিলেটেও আয়োজন করা হবে মিউজিক ফেস্ট। ৩০ ডিসেম্বর শুরু হয়ে এবারের বিপিএল শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে। অংশগ্রহণকারী সাত দলÑ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুরন্ত ঢাকা, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও সিলেট সানরাইজার্স।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited