ক্রিকেটে থিম সংয়ের চলনটা শুরু হয় মূলত আইপিএলে বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে দিয়ে। কলকাতার ‘করবো, লড়বো, জিতবো রে’ ভক্তদের আনন্দ দেয় এখনো। সেই ধারাবাহিকতায় এবার একই পথে এগোচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস। নবাগত এই দলটি নিয়ে আসছে থিম সং।
বিপিএলের নতুন দল ঢাকা ক্যাপিটালস মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় নাম শাকিব খানের মালিকানাধীন এই দল প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণ করছে। দলটি এবার ঘোষণা করেছে, মিউজিকের ক্ষেত্রেও তারা আনছে নতুন মাত্রা। জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের কণ্ঠে ও সুরে তৈরি হচ্ছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের থিম সং।
ঢাকা ক্যাপিটালসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থিম সংয়ে থাকছেন শাকিব খানসহ বাংলাদেশের ১৫ জন সুপারস্টার ও দলের খেলোয়াড়রা। তাদের নিয়ে নির্মিত এই গানটি শীঘ্রই দলটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ভক্তদের জন্য এটি হতে পারে একটি বিশেষ উপহার।
দেশি খেলোয়াড়:
মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান
বিদেশি খেলোয়াড়:
থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), শাহনওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া)
টিম ম্যানেজমেন্ট
দলটির কোচিং স্টাফেও রয়েছেন উল্লেখযোগ্য নাম। প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন, আর মেন্টরের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল।
ঢাকা ক্যাপিটালসের থিম সং নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে শাকিব খানের সম্পৃক্ততা এবং প্রীতম হাসানের গান ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited