
আব্দুল্লাহ আল মনির : আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার( ২৮ শে ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনা মিয়া মার্কেট এলাকায় এই অফিসের উদ্বোধন করা হয়। এসময় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল-হাই-আল-হাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অফিসটির উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মোঃ জিল্লুর হোসেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরকার, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কিসমত হোসেন সরকার ও ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আপেল মাহমুদ হান্নান।
আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আলহাজ্ব মাদবর সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।