মোঃ আব্দুল্লাহ্ আল মনির: ঢাকার আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউট ও এজেন্টদের ৫৫ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে উধাও হওয়া ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) মো. ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার নিকট থেকে কোন টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার গেরুয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইমরান (৩০) আশুলিয়ার গেরুয়া এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি বিকাশের অথোরাইজড ডিস্ট্রিবিউটর নায়ফা ট্রেড বিডির একজন সেলস অফিসার (এসও) হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইমরান গত ১৩ ডিসেম্বর সকালে ডিএসও ইমরান তার ডিস্ট্রিবিউটর নায়ফা ট্রেড বিডি থেকে ৩ লক্ষ টাকা ওয়ালেট ব্যালেন্স (ইলিট্রিক মানি) নিয়ে মার্কেটে সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে বাহির হয়। পরবর্তীতে সে মার্কেটে পৌছে ফোন করে অফিসে জানায় যে, নরসিংহপুর হামীম গ্রুপে ছুটির টাকা প্রদান করা হয়েছে। এ জন্য তার সার্ভিস এরিয়ায় বিকাশ এজেন্টদের টাকা দরকার এবং তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ৪০ লক্ষ টাকা প্রয়োজন।
পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে ডিস্ট্রিবিউটর কতৃপক্ষ তার নিকট নগদ ৪০ লক্ষ টাকা পৌছে দেয়। মার্কেটে সার্ভিস শেষে সন্ধ্যায় অফিসে এসে হিসাব-নিকাশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু যথা সময়ে সে অফিসে না আসায় ডিস্ট্রিবিউটে কতৃপক্ষ তার ব্যক্তিগত ফোন নাম্বারসহ বিকাশ ওয়ালেট নাম্বারে যোগাযোগ করলে তার মোবাইল ফোন নাম্বার বন্ধ পায়।
পরবর্তীতে অফিস কর্তৃপক্ষ সরাসরি মার্কেট পরিদর্শন করে জানতে পারেন যে, উক্ত ডিএসও এজেন্টদের সার্ভিস দেওয়ার কথা বলে অফিস হতে নেয়া নগদ টাকা মার্কেটের এজেন্টদের নিকট দেয়নি। এছাড়াও ব্যালেন্স প্রদানের কথা বলে বিভিন্ন এজেন্টের নিকট থেকে সর্বমোট ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছে এবং তাদেরকে কোনো ব্যালেন্স প্রদান করে নাই।
পরে ডিস্ট্রিবিউটর কতৃপক্ষ বিকাশ ওয়ালেট সিম রিপ্লেস করে ব্যালেন্স চেক দিয়ে জানতে পারেন, উক্ত সিমে ৩ লক্ষ ৬২ হাজার টাকা ওয়ালেট মানি আছে। পরে তারা হিসেব করে দেখেন ডিএসও ইমরান সর্বমোট ৫৫ লক্ষ ৭৮ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে।
পরবর্তীতে ডিস্ট্রিবিউটর কতৃপক্ষ এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু করে থানা পুলিশ।
পুলিশ জানায়, ৫৫ লাখ টাকা নিয়ে উধাও ডিএসর বিরুদ্ধে ডিস্ট্রিবিউটে কতৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার সন্ধ্যার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো টাকা উদ্ধার করা যায়নি। আজ সকালে ৭দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited