জামালপুর সংবাদদাতা : সংহতি, প্রতিরোধ, পুনর্গঠন এই শ্লোগানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ২৭ ডিসেম্বর বিকেল ৫টায় আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এড: নিশান মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার, আহত তরুণ এবং নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা রাইজিং এর আয়োজন করে।
বক্তব্য রাখেন-কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওলিক মি, সদস্য ডাঃ জাহিদুল ইসলাম ও আবুল বাশার জেলা প্রেসক্লাবের সভাপতি এড: ইউসুফ আলী, প্রেসক্লাব জামালপুরের সহসভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস আইনজীবি শাহ মোহাম্মদ কবীর,জামালপুর জেলা প্রতিনিধি হেবজুল্লাহ বকুল,
মেলান্দহ উপজেলা প্রতিনিধি মো:নুরনবী ইসলাম, জামালপুর সদর প্রতিনিধি সম্রাট, দেওয়ানগঞ্জ প্রতিনিধি ইন্জিনিয়ার আব্দুল মুইন, ইসলামপুর প্রতিনিধি আতিকুল্লাহ,মাদারগঞ্জ প্রতিনিধি এস,এম বাবুল রানা, সরিষাবাড়ী প্রতিনিধি রাসেল রানা প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন এড: সাখাওয়াত হোসেন জনি।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited