নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ফ্রিজের সংরক্ষণ করা মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে জাফর খাঁ নামের এক মাংস ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) পাংশা রেলগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল। মাংস ব্যবসায়ী জাফর খাঁ উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হোসেন খাঁর ছেলে।
জানা যায়, পাংশা পৌর শহরের রেলগেট এলাকায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় দুই মাসের কারাদণ্ড অনাদায়ে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী জাফর খাঁ তার অপরাধ স্বীকার করেন এবং জরিমানার টাকা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ ও সঙ্গীয় ফোর্স। এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited