রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নুরের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তারেক রহমান। নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে খুলছে সুন্দরবনের দ্বার: গজারিয়ায় নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ (তিথী) যোগদান বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

শিবচরে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

  • আপডেট এর সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত হয়েছে

কাজল খান মাদারীপুর  প্রতিনিধি: মাদারীপু‌র জেলায় শিবচ‌রে গণ-উন্নয়ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজা‌রের সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে স্বজনদের অভিযোগ।

চিকিৎসক ও নার্সদের অবহেলা ও অসাবধানতায় শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবী স্বজনদের।

শিবচ‌র থানা রো‌ডে অব‌স্থিত গন-উন্নয়‌ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগন‌স্টিক সেন্টা‌রে বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘ‌টে। ওই ঘটনার জে‌রে নবজাত‌কের মর‌দেহ নি‌য়ে বৃহস্প‌তিবার রা‌তে  উত্তে‌জিত জনতা হাসপাতা‌লে কর্মকর্তা ও কর্মচারী‌দের প্রায় ১ঘন্টা অবরুদ্ধ ক‌রে রা‌খে।প‌রে পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনে।

 

স্বজনরা জানান, বৃহস্প‌তিবার দুুুপু‌রে উপ‌জেলার কুতুবপুরের মুন্সীর বাজার এলাকার বা‌সিন্দা বাহাদুর মাদবরের অন্তস্বত্বা স্ত্রী শিউলি আক্তারকে গন-উন্নয়‌ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগন‌স্টিক সেন্টা‌রে সিজা‌রের জন্য অপারেশন থি‌য়েটা‌রে নেয়া হয়। সিজা‌রে‌র পর নবজাতক শিশু‌টি কিছুক্ষন সুস্থ্য থাক‌লেও ধী‌রে ধী‌রে নি‌স্তেজ হ‌তে থা‌কে তার শরীর। ডাক্তার‌কে জানা‌লে তারা দ্রুত পদ‌ক্ষেপ না নি‌য়ে অব‌হেলা ক‌রে। অবস্থা মারাত্মক হ‌লে, হাসপাতাল কর্তৃপক্ষ‌কে জানা‌লে তারা ওই অবস্থায় ঢাকায় প্রেরন ক‌রে।

 

স্বজন‌দের দাবী, অব‌হেলা না ক‌রে দ্রুত ব্যবস্থা নি‌লে নবজাত‌কের এই অবস্থা হ‌তো না।

মৃত ওই নবজাতক ডাঃ আঞ্জুমান আরা’র ত্বত্তাবধা‌নে ছি‌লো বলে জানান নবজাতকের স্বজনরা।

নবজাত‌কের বাবা বাহাদুর মাদবর ব‌লেন, হাসপাতা‌ল কর্তৃপক্ষ ও চি‌কিৎস‌কের অব‌হেলায় আমার সন্তান মারা গে‌ছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে গনউন্নয়ন সমবায় হাসপাতা‌লের ব‌্যবস্থাপক ও পরিচালকের মোবাইলে ফোন দি‌লে ফোন রি‌সিভ ক‌রে‌নি।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকতার হোসেন বলেন,‘নবজাতকের মৃত্যু ঘটনায় থানায় কোন অভিযোগ এখন পর্যন্ত হয়নি,যদি কোন মামলা দিতে চায় নবজাতকের স্বজনরা তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ