শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

কাজ শুরু করেছে বেসিসের সহায়ক কমিটি

  • আপডেট এর সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ সহায়ক কমিটি গঠন করা হয়েছে। মূলত বেসিসে নিযুক্ত প্রশাসককে সহযোগিতা করার জন্য সংগঠনটির ১১ জন সদস্যকে নিয়ে ৮ ডিসেম্বর এই সহায়ক কমিটি গঠন করা হয়। নতুন সহায়ক কমিটিতে রাফেল কবিরকে চেয়ারম্যান এবং সৈয়দ মামনুন কাদের ও মো. মিজানুর রহমানকে কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসকের সঙ্গে কাজ শুরু করেছি। বেসিসের গতিশীলতা ধরে রাখছি ও দ্রুত বেসিসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য কাজ করছি। কাজের অংশ হিসেবে আমরা বেসিস সদস্যদের নানা ধরনের সমস্যা সমাধানের জন্য কাজ করছি। অনেকেই ব্যবসা ও রেমিট্যান্স–সংক্রান্ত সমস্যায় পড়ছেন, আমরা এ ক্ষেত্রে সহায়তা দিচ্ছি। এ ছাড়া আমরা বেসিসের গঠনতন্ত্র সংস্কারের জন্য যে দাবি উঠেছে, সদস্যদের কাছ থেকে তা পরীক্ষা করে দেখছি। আমরা বেসিস নির্বাচনে আগের যে প্যানেলতান্ত্রিক নির্বাচন করা হতো, এর পরিবর্তে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করছি।

বেসিসের মোট সদস্যসংখ্যা প্রায় ২ হাজার ৬০০, অথচ ভোটারসংখ্যা ১ হাজারের মতো। এ প্রসঙ্গে রাফেল কবির বলেন, ‘আমাদের অনেক নিষ্ক্রিয় সদস্য আছেন। তাঁদের সঙ্গে আমরা আলাপ শুরু করেছি। বেসিস সদস্যদের সব দাবি শোনার চেষ্টা করছি। সামনের নিবার্চনে সবাই যেন অংশ নেয়, সেই বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। গঠনতন্ত্র সংস্কার করার পাশাপাশি আমরা বেসিসের আর্থিক বিভিন্ন বিষয়ে নিরীক্ষা (অডিট) করার কাজ করছি। যেহেতু অনেক বিষয়ে প্রশ্ন উঠেছে, চেষ্টা করছি সবাইকে নিয়ে সব সংকট মোকাবিলা করে গতিশীল বেসিস তৈরি করতে। যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকার সব বিষয়ে দায়িত্বশীল, সেই হিসাবে আমরা দায়িত্বশীলভাবে সংস্কার ও উন্নয়নের সব বিষয়কে গুরুত্ব দিচ্ছি। কমিটির প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে বেসিস সংঘবিধি সংশোধন প্রস্তাব চূড়ান্তকরণ, বেসিস সদস্যপদ অডিট সম্পাদন ও নিরীক্ষিত আর্থিক বিষয়াদি পুনর্নিরীক্ষণের পরিকল্পনার মতো বিষয়কে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

বর্তমানে বেসিস পরিচালনার জন্য এই সহায়ক কমিটিতে রয়েছেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েতুর রহমান, ডিএনএস সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির, নিউরোসফট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, ইনফোব্যান রিয়েলম আইটি সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা, ড্রিম টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন নিজামী, ই-বিজনেস সফট সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সাহাদাত, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, টেকসল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল, টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল কায়েস, ম্যাটিওরস ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাইন বিল্লাহ ও এইচআরসফটবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রোকমুনুর জামান।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর বেসিসের পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ এবং ১৯ অক্টোবর সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করেন। এরপর গত ৩০ অক্টোবর বেসিসের সভাপতি নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতির দায়িত্ব দেন। তবে বেসিসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ