মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে শিবচরে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০ জননেতা নাছির উদ্দীন চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত ২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫ লাখ টাকার মোবাইল জব্দ সমাজ ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

নতুন বছরে বড় অগ্রাধিকার হবে কর্মসংস্থান বাড়ানো

  • আপডেট এর সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরটা নানা বাধা ও প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। বছরের শুরুতে জাতীয় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশ্য বছরের প্রথম ছয় মাস যতটা খারাপ হবে ভেবেছিলাম, ততটা হয়নি। যদিও ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে ব্যবসায়ে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ে। তবে বিদ্যমান সংকটময় পরিস্থিতির পরিবর্তনও প্রয়োজন ছিল। বছরের শেষ নাগাদ সেই অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

এখন আমাদের সামনে সবচেয়ে বড় চিন্তার বিষয় কর্মসংস্থান। এমনিতেই দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে। এখন বিগত সরকার-ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর কারখানা বন্ধ হওয়ায় নতুন করে চাকরি হারাচ্ছেন অনেকে। এটা খুবই চিন্তার বিষয়। সুতরাং পরবর্তী বছরের বড় অগ্রাধিকার হওয়া উচিত কর্মসংস্থান বাড়ানো। তবে এ ক্ষেত্রে ব্যবসায়ের সব বাধা দূর করতে হবে।

আমরা এখনো ব্যবসা অনুকূল দেশ হতে পারিনি। ব্যবসায়ের অনুমতি নেওয়া, নিবন্ধন বা ঋণ-সব ক্ষেত্রেই বড় বাধা রয়েছে। কত দিক থেকে ব্যবসায় বাধা দেওয়া যায়, অনেকের মধ্যে এমন একটা মনোভাব রয়েছে। ফলে ব্যবসা সহজীকরণকে অগ্রাধিকার দিতে হবে। শুধু বড় কোম্পানি নয়; ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও এটা সহজ করতে হবে। কারণ, তারা কর্মসংস্থান সৃষ্টিতে বড় অবদান রাখছে।

পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা প্রয়োজন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ করছে না। ফলে কোনো কাজই সময়মতো করা সম্ভব হচ্ছে না। ফাইল বিভিন্ন ডেস্কে ঘুরছে, কিন্তু সিদ্ধান্ত আসছে না। দ্রব্যমূল্য স্থিতিশীল করতে সরকার বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে। তবে আরও কিছু ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সার্বিকভাবে আমরা এখনো একটা ঝুলন্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। তবে নতুন বছরে সব গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ