খেলা ডেস্ক: ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট!
২০২৪ সালটা এমন অবিশ্বাস্য পরিসংখ্যান নিয়েই শেষ করলেন যশপ্রীত বুমরা। ২০২৪ সালে তো বটেই, ২০১৬ সালের পর টেস্টে এক বছরে ভারতীয় পেসারের চেয়ে বেশি উইকেট পাননি অন্য কোনো বোলার। শুধু পেসারদের হিসাব করলে ২০০৮ সালের পর বুমরার ৭১-ই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ।
বুমরার আগে টেস্টে পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বশেষ ৭০-এর বেশি উইকেট পেয়েছিলেন ডেল স্টেইন। ২০০৮ সালে ১৩ টেস্টে ২০.০১ গড়ে ৭৪ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার।
পেসার ও স্পিনার মিলিয়ে বুমরার আগে সর্বশেষ এক পঞ্জিকাবর্ষে ‘৭০’ ছুঁয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালে ১২ টেস্টে ২৩.৯০ গড়ে ৭২ উইকেট পেয়েছিলেন ভারতীয় অফ স্পিনার।
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে কোনো বোলারের বছরে ৭০ বা এ বেশি উইকেট নেওয়ার ঘটনা ১৮টি। সর্বপ্রথম ১৯৬৪ সালে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার গ্রাহাম ম্যাকেঞ্জি। ১৪ টেস্টে ২৪.৪৬ গড়ে ৭১ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬০টি টেস্ট খেলা ম্যাকেঞ্জি।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড শেন ওয়ার্নের
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড শেন ওয়ার্নেরএএফপি
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা শেন ওয়ার্নের। অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিন কিংবদন্তি ২০০৫ সালে ১৫ টেস্টে ২২.০২ গড়ে নেন ৯৬ উইকেট। ওয়ার্ন ভাঙেন ১৯৮১ সালে ডেনিস লিলির ৮৫ উইকেটের রেকর্ড (১৩ টেস্ট, ২০.৯৫ গড়)।
ওয়ার্নের রেকর্ডটি পরের বছরই হুমকির মুখে ফেলেছিলেন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান অফ স্পিনার ২০০৬ সালে ১১ টেস্টেই ১৬.৯০ গড়ে নেন ৯০ উইকেট। টেস্টে টেস্ট ক্রিকেটে শীর্ষ দুই উইকেটশিকারি ছাড়া আর কেউ এক বছরে ৯০ উইকেট পাননি। শেন ওয়ার্ন মোট ৪ বার এক বছরে ৭০টির বেশি উইকেট পেয়েছেন। মুরালি যা পেয়েছেন তিনবার। এ ছাড়া ভারতের কপিল দেবই শুধু এক বছরে দুবার ৭০টির বেশি উইকেট পেয়েছেন।
বিপিএল ২৯ ছক্কার ম্যাচ আগে দেখেছে কি
এক পঞ্জিকাবর্ষে মোট উইকেটশিকারে ম্যাকেঞ্জির সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে আছেন বুমরা। তবে ভারতীয় ফাস্ট বোলার এ বছর কী করেছেন সেটি শুধু উইকেটের সংখ্যায় ঠিক বোঝা যাচ্ছে না। ২০২৪ সালে বুমরার বোলিং ১৪.৯২। টেস্ট ইতিহাসে বুমরার আগে ১৫ এর কম গড়ে এক বছরে কমপক্ষে ৫০ উইকেট নিতে পেরেছেন মাত্র দুজন বোলার। দুজনের নামের আগেই কিংবদন্তি লিখতে দুবার ভাবতে হয় না। সেই দুজনও অবশ্য বুমরার মতো ৭০ উইকেট নিতে পারেননি।