কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কেক কাটা আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পৌর শহরে একটি বনার্ঢ্য র্যালী বের করা হয়। এতে গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ৪৪ বছর বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র-সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, সধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি'র সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুছা তাওহিদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপি'র সধারন সম্পদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা জামায়েতর আমির মাওলানা আব্দুল কাউম, শিক্ষক সমিতির সভাপতি ফখরুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য শিক্ষক আব্দুল খালেক, প্রেসকা¬ব সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারন সম্পাদক মহসিন পারভেজ, স্থপতি ইয়াকুব আলী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু।
এছাড়াও দিনভর বিভিন্ন কর্মসুচির মধ্যদিয় কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited