জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা শীর্ষক আলোচনা সভা ২ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে।
ইউএনও এস.এম. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, ৭১’র গেরিলা আবুল হোসেন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, এম.এ.রশীদ এতিম খানা ও প্রবিন নিবাশের সুপার আলহাজ আবু বকর সিদ্দিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, দোস্ত এইড বাংলাদেশের ফিল্ড সুপার ভাইজার আবুজর পরাগ চৌধুরী প্রমুখ। সভায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষক ও সূধিমহলসহ অন্যান্য পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited