বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে শিবচরে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০ জননেতা নাছির উদ্দীন চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত ২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫ লাখ টাকার মোবাইল জব্দ সমাজ ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

কলাপাড়ায় নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষায় সারাদেশের মধ্যে ২৩ নম্বর স্থান অর্জন করেছে হাফিজুর রহমান কায়েস

  • আপডেট এর সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পঠিত হয়েছে
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষার ৩য় শ্রেণীতে ২৩ নম্বর স্থান অর্জন করেছে কলাপাড়া ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমান কায়েস। সারা দেশব্যাপী নূরাণী তালীমুল কুরআন চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় এ বছর মোট ৭ লক্ষ ২৭ হাজার ৭’শ ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এ মাদ্রাসা থেকে মোট ৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করেন। এদের মধ্যে হাফিজুর ২৩ নম্বর স্থানসহ ৩ জন এ প্লাস ও অপরজন এ গ্রেড অর্জন করেছে। এ উপলক্ষে রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১ টায় কলাপাড়া পৌর শহরের শান্তিবাগ অবস্থিত মাদ্রাসার হল রুমে সংবর্ধনা, সবক প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আ: খালেক হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া ওসমানীয়া নূরাণী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাও. মো. আল-আমিন, মাও. মো. অলিউল্লাহ, মুফতী ইয়ামিন, মাও আবু হানিফ, মুফতী নুরুল ইসলাম নূর, মুফতী আ: আজীজ তাজ, হাফেজ মো. আমিরুল ইসলাম, হাফেজ মো. আসাদুল্লাহ রিমন ও মাও. আ: হালিম। এসময় অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গনমাধ্যমকর্মীরাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, কোরআনের সবক ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ