গজারিয়া উপজেলা প্রতিনিধি: গজারিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা ২ ঘটিকায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর আক্তার, প্রধান অতিথির বক্তব্যে কোহিনুর আক্তার বলেন রাষ্ট্রের উন্নয়নের জন্য নারী উদ্যোক্তা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ অংশ নারীরা কর্ম ক্ষেত্রে এগিয়ে আসলে রাষ্ট্রের অনেক উন্নয়ন হবে যারা প্রশিক্ষণ পেয়েছে প্রত্যেকে উদ্যোক্তা হিসেবে কি তৈরি করতে পারেন তার একটি কর্মশালা তৈরি করা হবে এবং প্রত্যেকে প্রত্যেকের তৈরি করা জিনিসপত্র ক্রয় করবেন এবং অন্যদের ক্রয় করার উৎসাহিত করবেন তাহলে উদ্যোক্তারা কাজ করতে আগ্রহী হবে। প্রশিক্ষণ নিয়ে বাসায় বসে থাকলে হবে না কাজ করতে হবে।যারা দুইবারের বেশি প্রশিক্ষণ নিয়ছেন তাদেরকে আর প্রশিক্ষণ দেওয়া হবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রিগান মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেয়ামুল হক নয়ন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় তিনশ প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। সকল প্রশিক্ষণার্থে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করার আসা ব্যক্ত করেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ২০২৩-২৪ অর্থ বছরের বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ৩য় ও ৪র্থ্ এবং বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ৫ম,৬ষ্ট ও ৭ম, ৮ম ব্যাচের ৩০০ প্রশিক্ষণার্থীদের মাঝে ৩০ লক্ষ টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীদের প্রায৪০/৮০দিনের প্রতিদিন দেড় শ’ টাকা সম্মানী হারে প্রত্যেককে ছয় হাজার থেকে বারো হাজার টাকার চেক প্রদান করা হয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited