শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

যেভাবে করবেন সন্তানের আকিকা

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পঠিত হয়েছে

ধর্ম ডেস্ক: ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত অনুষ্ঠান হচ্ছে সন্তানের আকিকা দেওয়া। নবজাতক সন্তানের আগমনের আনন্দে, তার জন্য নিরাপত্তা ও বরকত কামনা করে এ আয়োজন করা হয়।

আকিকার মাধ্যমে পরিবার সন্তানের জন্য দোয়া করে। আল্লাহর কাছে তার সুস্থ ও সুখী জীবন কামনা করে। আকিকা একটি ইবাদত।

তাই এর পদ্ধতি ও শর্তাবলী ইসলামিক শরিআতের নির্দেশনা অনুযায়ী পালন করা উচিত।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে, ছেলে সন্তানের জন্য দুটি ছাগল ও মেয়ে সন্তানের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করা উত্তম। উম্মুল মুমিনিন আয়েশা রা. থেকে বর্ণিত হাদিসে নবীজি বলেছেন, ছেলের জন্য দুটি ছাগল আর মেয়ের জন্য একটি ছাগল দিতে হবে। (জামে তিরমিজি ১৫১৩)

তবে, ছেলে সন্তানের জন্য একটি পশু দিয়ে আকিকা করলেও তা আদায় হয়ে যায়। ইসলামিক শরিআত অনুযায়ী, একাধিক সন্তানের জন্য একটি গরু বা মহিষ দ্বারা আকিকা করা সম্ভব, তবে ছাগল দিয়ে আকিকা করাই উত্তম, কারণ এটি বিশেষভাবে হাদিসে বর্ণিত।

জন্মের সপ্তম, ১৪তম বা ২১তম দিনে কিংবা পরে যেকোনো সময়ে আকিকা করা যায়। ছেলেসন্তানের পক্ষ থেকে একই ধরনের দুটি বকরি এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করতে হয়। উম্মে কুরজ (রা.) বলেন, আমি রসুল (সা.)-কে বলতে শুনেছি, ছেলের জন্য এক ধরনের দুটি বকরি এবং মেয়ের জন্য একটি বকরি আকিকা করবে। (আবু দাউদ, হাদিস : ২৮৩৪)।

আকিকার জন্য সাধারণত ছাগল, উট, গরু বা মহিষ ব্যবহার করা হয়। আনাস রাযি. থেকে বর্ণিত হাদীসে নবীজি বলেছেন, ‘‘যার কোনো সন্তান জন্মগ্রহণ করবে, সে যেন উট, গরু বা ছাগল দিয়ে আকিকা করে। (আলমুজামুল আওসাত ২/৩৭১)

একটি গরু, মহিষ বা উট দ্বারা একাধিক সন্তানের আকিকা করা যায়, যেমনটা হযরত আনাস (রা.) উট দ্বারা তার সন্তানদের আকিকা করেছিলেন। (তবারানি, কাবির)

কোরবানি ও আকিকা একত্রে করা যায়, তবে আলাদা আলাদা করা উত্তম। যদি একসাথে করা হয়, তবে আল্লাহর আদেশে দুটোই আদায় হবে।

কারণ আকিকা ও কুরবানী উভয়ই এক ধরনের নুসুক (ইবাদত) হিসেবে গণ্য হয়। তবে, অধিকাংশ আলেমের মতে, এই দুটি ইবাদত পৃথকভাবে করা উচিত, যাতে তাদের নিজস্ব পূর্ণতা পাওয়া যায়।

আকিকার গোশত: আকিকা করা পশুর গোশত পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজনসহ সবাই খেতে পারেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, আকিকার গোশত নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং কিছু সদকা করবে। (মুসতাদরাকে হাকেম ৭৬৬৯)

আকিকা শর্ত: আকিকা অবশ্যই নবজাতকের জন্য সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এর মাধ্যমে তার জন্য দোয়া ও বরকত কামনা করা হয়, যা পরিবার ও সন্তানের জন্য আশীর্বাদ হয়ে আসে।

আকিকা নবজাতকের জন্য একটি গুরুত্বপূর্ণ ইসলামী রীতি, যা নবজাতকের জীবনে আল্লাহর বরকত ও নিরাপত্তা কামনা করতে সাহায্য করে। ইসলামে এটি সুন্নত হিসেবে পালন করা উচিত এবং শরীআতের নির্দেশনা অনুসরণ করে সঠিক পশু দ্বারা এটি করা উচিত।

যদিও আকিকার পশু নির্বাচনের ক্ষেত্রে কিছু নমনীয়তা রয়েছে, তবে ছাগল দিয়ে আকিকা করা উত্তম। আকিকা ইবাদতের মাধ্যমে সন্তানের জন্য দোয়া করা এবং গোশত বিতরণ করা, পরিবারের মধ্যে আনন্দ ও সৌহার্দ্য সৃষ্টি করে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ