রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নুরের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তারেক রহমান। নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে খুলছে সুন্দরবনের দ্বার: গজারিয়ায় নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ (তিথী) যোগদান বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত হয়েছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের দাদুল কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘ ৩ মাস যাবৎ বন্ধ থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় হাজারো রোগী। কমিউনিটি ক্লিনিকটি দ্রæত চালুর দাবি করেন স্থানীয় এলাকাবাসী।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ১ কিলো দুরে অবস্থিত দাদুল কমিউনিটি ক্লিনিক। বিগত ৫ আগাস্টের পর থেকে একবারেই বন্ধ হয়ে আছে ক্লিনিকটি। অল্প সময়ের জন্য মাঝে মাঝে কে বা কাহারা খোলে আবার বন্ধ করে চলে যায়। বর্তমানে ক্লিনিকটি একেবারে পরিত্যাক্ত একটি বাড়ীর মতো পড়ে আছে। স্থানীয়রা ক্লিনিকের বাউন্ডারির ভিতরে তাদের পোষা ছাগল বেধে রেখেছে। দেখে বোঝার উপায় নাই যে এটি একটি ক্লিনিক। ক্লিনিকের এমন দুরাবস্থায় বিপাকে পড়েছে এখানকার চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা । তারা দাবি করেন দ্রæত সময়ের মধ্যে এই ক্লিনিকটি চালু করা হউক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন, দাদুল কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছি। আবারো অভিযোগ পাওয়া গেলো । তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজিহাল ইউনিয়নের দাদুল গ্রামের ইদ্রিস আলী বলেন, আমি ৫ কিলো দুর থেকে আমার স্ত্রীকে চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকে নিয়ে এসেছি কিন্তু ক্লিনিক বন্ধ। আমি রোগী নিয়ে বড়ই বিপদে আছি। এখন চিকিৎসা নিতে ফুলবাড়ী শহরে নিতে হবে এখনা থেকে ২২ কিলো দুরে ফুলবাড়ী স্বাস্থ্য কম্পেক্স।

একই এলাকার মকসেদ আলী বলেন, কমিউনিটি ক্লিনিক তৃনমুল পর্যায়ের মানুষের একমাত্র ভরসা অথচ ক্লিনিকটি দীর্ঘদিন যাবৎ বন্ধ। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন ভ্রæক্ষেপ নাই। তারা শুধু মাস গলে সরকারী টাকা পায় আর যার যেমন ইচ্ছা তেমন করে চলে। আমরা বর্তমান সরকারের সু দৃষ্টি কামনা করছি। এমন কথা বলেন এখানকার অনেকেই।

কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া বলেন, ক্লিনিকটি দীর্ঘদিন যাবৎ বন্ধ বিষয়টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বলা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন, আমি দাদুল কমিউনিটির দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারীকে শো-কজ করেছি। আবারো শো-কজ করা হবে । তার জবাব যদি সন্তসজনক না হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ