শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

মেলান্দহে কৃষি-খাদ্য-পরিবেশ বিপর্যয়ের আশংকা

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার পঠিত হয়েছে

মোঃ শাহ জামাল, জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ক্রমাগত মাটি লুটের ফলে কৃষি ও পরিবেশ হুমকির মুখে। এতে খাদ্য সংকটের সম্ভাবনা বিদ্যমান। বিশেষ করে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর টপসয়েল হরিলুটের মহোৎসবের চিত্রই তা স্মরণ করিয়ে দিচ্ছে। উপজেলায় ২৫টি ইটভাটা। এরমধ্যে নয়ানগর ইউনিয়নেই ৮টি। ইটভাটার মাটি খেকুরা কৃষককে এক ধরণের বø্যাক মেইল করে এই সুরক্ষিত মাটি অল্প টাকায় হাতিয়ে নিচ্ছে। টপসয়েলের বিপর্যয় কৃষিতে বড় ধরণের হুমকি এবং খাদ্য সংকটে ফেলবে। অনুমোদনহীন যানবাহনে মাটি বহন করায় ক্ষতি হচ্ছে রাস্তাঘাট পরিবেশও। ড্রেজার দিয়ে বালি উত্তোলন করায় ক্ষতিগ্রহস্থ হচ্ছে নদ-নদী-কৃষি এবং প্রকৃতিও। সচেতন মহল মনে করছেন, এই বিপর্যয় রোধ এখন সময়ের দাবি।

সরেজমিনে দেখা গেছে, হাজরাবাড়ি, ব্রাহ্মণপাড়া, ফুলকোচা, আদ্রা নামাবন্দ, কুলিয়া, দুরমুঠ, দাগি, বানিপাকুরিয়া, উদনাপাড়া, নয়াপাড়া, আলোকদিয়া, বন্দোরৌহা, শাহিন বাজার ছাড়াও প্রায় প্রতিটি গ্রামের টপসয়েল লুটে ব্যস্ত মাটি খেকুরা। আদ্রা বাজারের পাশে লৌহজংয়ের খননকৃত পাড়ের মাটি লুটও থেমে নেই। কৃষক মুনতাজ মিয়া (৫৬) জানান-ইতোপূর্বে এভাবে কৃষি জমিতে মাটি গর্ত করলে ফসল হবে না। সামান্য বৃষ্টিতেই পানি আটকে থাকবো।

হাজরাবাড়ি ব্রাহ্মণপাড়ায় ৮টি ভ্যাকু মেশিন দিয়ে মাটি উত্তোলনকারিদের আব্দুল মজিদ (৪৩) ও মাসুদ (২৫) এর দৃষ্টি আকর্ষণ করলে জানান-প্রশাসনের লোকজন আসছিলেন। মাটিগুলো মাদারগঞ্জের ইটভাটায় বেশি যাচ্ছে। আন্নেরা ভ্যাকু মেশিন মালিক ও মাটির ডিলার সোলায়মান সাবের সাথে যোগাযোগ করেন। উনি হাজরাবাড়ি বাজারে থাকেন। সোলায়মান সাহেব সাংবাদিক আসার খবরে দ্রæত শটকে পড়েন।

জানা গেছে, মেলান্দহ উপজেলায় প্রায় ৩ হাজার পুকুর আছে। উপজেলার ২৫টি  ইটভাটা ছাড়াও ইসলামপুর, মাদারগঞ্জের ইটভাটায় মাটি যাওয়ার ফলে কোন কোন জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিলের সমান কিংবা তার চেয়েও বেশি গভীরতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ জমিতে ফসল না হওয়ায়, অপরিকল্পিত পুকুর খননে বাধ্য হলেও; মাছ চাষে কাঙ্খিত লাভবান হচ্ছেন না কৃষক। এতে পুকুরের সংখ্যাও বাড়ছে। কমছে আবাদি জমিও। অথচ এসব জমিতে এক ফসলি, দু’ফসলি তিন ফসলি এমনকি বছর জুড়ে আবাদও ছিল। বারোমাসি ফসলের জমি এখন নাই বল্লেই চলে।

মেলান্দহ বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাসান জানান- পুকুর পাড়ের বিভিন্ন অংশে টপসয়েল থাকলে মাছ চাষ ভালো হয়। আদর্শ পুকুর হচ্ছে ৫-১০ ফুট উচ্চতার। অনিয়ন্ত্রিত পুকুরে মাছের রোগবালাই আক্রমন করে। মাছ বৃদ্ধি পায় কম। বাকৃবি’র গবেষক শিক্ষার্থী এস.এম. আল-ফাহাদের মতে কৃষি জমির মাটি উত্তোলনের পর, গর্তে অপরিকল্পিত পুকুর রূপ দিয়ে মাছ চাষে কৃষক না পাবে কাঙ্খিত মাছ। না পাবে ফসল। হারাবে ফসলি জমি এবং হারাবে পৃথিবীর গতি ও প্রকৃতি।

ময়মনসিংহ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল বাশার জানান-মাটির ৫টি লেয়ারের প্রথম স্তরের ২-৮ ইঞ্চি পর্যন্ত টপসয়েল। টপসয়েলে বেশি জৈব পদার্থ, হিউমাস উদ্ভিদ ও প্রাণীর পঁচা বা অবশিষ্টাংশ ডিকম্পোজ থাকে। এ ছাড়াও খনিজ উপাদান, পানি-বায়ুর সংমিশ্রণের ব্যবস্থাপনা থাকে। যা মাটির পুষ্টি উপাদানের ক্ষেত্রে প্রাণী ও উদ্ভিদের অনুজীব বেশি কার্যকর। পরিবেশ বান্ধব লেয়ারে থাকে মোহনীয় উর্বরা শক্তি এবং স্বাস্থ্য সুরক্ষার ভান্ডার। যা মাটির পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। টপসয়েল না থাকলেই কৃষিতে বিপর্যয়ের আশংকা থাকে। কোন কোন জায়গায় ৪-৬ ফুট কিংবা আরো বেশি পর্যন্ত গভীর করলে মাটিতে পুষ্টি এবং ফসল করার মতো কিছুই থাকে না।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ