জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ৯ জানুয়ারি দুপুর ২টায় সাধুপুর গ্রামে অনুষ্ঠিত হয়। সাধুপুর চর বিরাণভূমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হন মাদারগঞ্জের হাজী নজরুল ইসলাম। দ্বিতীয় পুরস্কার অর্জন করেন টাবুরচরের আজিজল হক এবং তৃতীয় পুরস্কার অর্জন করেন আক্কাস আলী।
খেলায় ৫টি পর্বে ১৩টি জেলার ৩০টি ঘোড়া অংশ গ্রহণ করে। লেখক-সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম সাধু এতে সভাপতিত্ব করেন। বিশিষ্ট সমাজসেবক যাকিয়াহ আজিজ সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। নয়ানগর ইউপির সাবেক চেয়ারম্যান মির্জা ওয়াহাব, মনোহর আলী, হাফিজ দেওয়ান, আ: সাত্তার মাস্টার, শামসুদ্দিন দেওয়ান, কবি ও সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।