নিজস্ব প্রতিনিধি: পুরো নাম আবু সাদাত মোঃ মামুন। জন্ম নরসিংদী জেলার বনাইদ গ্রামে। গ্রামের স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিক করেন মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করার পর এমবিএ করেন। কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত আছেন। শৈশব থেকেই জাদু সাদাত মামুনের ধ্যান ধারণা। নিজ পিতা আব্দুস সামাদ ভূঁইয়ার কাছে তার জাদুর হাতে খড়ি। তার বাবা জাদুকর আলাদিনের কাছে তিনি প্রশিক্ষণ নেন। ম্যাজিকে উচ্চশিক্ষা নেন গুরু শাহিন শাহ, ভারতের সুভ্রাংশু চক্রবর্তী ও রজত নারাসিনহাম এবং প্রিন্স আলমগীর, প্রয়াত উলফাৎ কবির, স্থপতি মইনুল খানসহ আরো অনেকের কাছে। সাদাত মামুন বিটিভি, মাই টিভি, এশিয়ান টিভি, ম্যাজিক বাংলা টিভিসহ বিভিন্ন চ্যানেলে জাদু প্রদর্শন করে আসছেন। তিনি মাই টিভির মাধ্যমে পরিচিতি লাভ করেন।
বিভিন্ন স্টেজ শো, কর্পোরেট শো, বিষয় ভিত্তিক শো, ব্রান্ড প্রমোশন শো করে সবার কাছে সমাদৃত। বর্তমান সময়ের অভিনব ম্যাজিক ম্যান্টলিজমে স্পেশালিষ্ট হিসাবে পরিচিত। প্রয়াত গুরুজী উলফাৎ কবির ম্যাজিশিয়ান সাদাত মামুন এর প্রতি খুশী হয়ে সজ্জন যাদুশিল্পী হিসাবে অভিহিত করেন। তিনি দেশ ও বিদেশ থেকে ম্যাজিক কোর্স সম্পন্ন করে সনদপ্রাপ্ত হন। বর্তমান সময়ে তিনি জুলাইয়ের বিপ্লবে শহীদের উপর ম্যাজিক পরিবেশন করে ব্যাপক ভাবে প্রশংসিত হন। তিনি শহীদ মিনারে শহীদ আবু সাঈদ এর উপর, টি এস সিতে মুগ্ধ এর উপর, বকুলতলায় শহীদ বিপ্লবী ছাত্রদের উপর ম্যাজিক পরিবেশনা করে ব্যাপক আলোচনায় আসেন।
বর্তমানে তিনি ম্যাজিকের উন্নয়নের জন্য টি এস সি তে ম্যাজিকের প্রশিক্ষণ দিচ্ছেন৷ যা তরুণ প্রজন্মকে এই শিল্পের প্রতি আগ্রহী করে তুলছে। তিনি প্রতি শুক্রবার ও শনিবার টি এস সি ম্যাজিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি বলেন,এক সময় বাঙ্গাল মূলকের যাদু বিশ্বব্যাপী প্রশংসিত ছিল যা আমরা কালক্রমে হারিয়ে ফেলেছি। ভালো মানের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিশ্ব বাজারে পরিচিত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা আমাদের মুল লক্ষ্য।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited